Bangla Tips
আউটসোর্সিং
তৈরি করুন নিজের অনলাইন টেলিভিশন কোনো প্রকার টাকা ছাড়াই
বিনোদনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো টেলিভিশন। কিন্তু সময়ের অভাবের কারনে হয়তো টেলিভিশন দেখার সময় হয়ে উঠে না সবার।কিন্তু হাতে মুঠোফোনটি সব সময়ই থাকে সবার কাছেই।আর ইন্টারনেট খুবি সহজলভ্য হয়ে গেছে বর্তমানে।তাই অনলাইন টিভি হলে বোধহয় সবাই কিছু সময় হলেও দেখবে।যদিও ইউটিউব এখন এতো বেশি জনপ্রিয় যে সবাই ইউটিউবেই সব দেখে নিচ্ছে।
কিন্তু নতুন কিছু আসলে তার প্রতি আগ্রহ মানুষের বেশিই থাকে।তাহলে অনলাইন টিভি নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি থাকবে তা স্বাভাবিক।কারন বাহিরের দেশ গুলোতে অসংখ্য অনলাইন টিভি রয়েছে কিন্তু বাংলাদেশে হাতে গোনা ১-২ টা।এর মূল সমস্যা টাকা আর সময়।কেননা একটি অনলাইন টিভি বানাতে প্রচুর টাকার প্রয়োজন।কিন্তু এখন আপনি চাইলেই ফ্রি তে অনলাইন টিভি বানাতে পারবেন।তাও নিজের একটি ওয়েবসাইট তৈরি করে।
ওয়েবসাইটটি ও কিভাবে ফ্রিতে তৈরি করা যায় তাও দেখাবো।এখন আপনার শুধু সময়ের প্রয়োজন।চাইলে আপনি এখন আপনার ইউটিউব কন্টেন্টও নিজের টিভি তে চালাতে পারবেন।আর অনলাইন টিভি এর মাধ্যমে প্রচুর পরিমান টাকা উপার্জন করা যায়।কেননা ভিডিওতে অ্যাডসেন্স তো পাবেনই সাথে অনেক স্পন্সর পাবেন তার উপর ওয়েবসাইট ভিউ এর টাকা।মোটকথা ৩-৪ টি আয় একসাথে।আর এর জন্য আপনার ইনভেস্ট করতে হবে ০ টাকা।
শুধু প্রয়োজন পরিশ্রমের।তবে আপনি মাত্র একটি পিসি বা ল্যাপটপকে কনফিগার করে দিলে অটোম্যাটিক ব্রডকাস্ট হবে সব সময়।কিভাবে করা হয়?কিভাবে আয় করা যায়?কিভাবে পুরো বিশ্বব্যাপী ব্রডকাস্ট করা হয় আর এ টু জেট শিখাবো আজকে একটি ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে।অর্থাৎ হাতে কলমে শিক্ষা।ভিডিওটি দেখেনিন মনোযোগ সহকারেঃ
তৈরি করুন নিজের টিভি টিউটোরিয়াল ভিডিও
আপনার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে।আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।আরও টিউটোরিয়াল আসবে তাই সাবস্ক্রাইব করবেন।আর কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করবেন।আর শেয়ারে মাধ্যমে আপনার বন্ধুকেও জানিয়ে দেন।সবাইকে অসংখ্য ধন্যবাদ
0 Comments: