Headlines
Loading...
এক ক্লিকে ওয়ার্ডপ্রেসের সকল টিউন ব্লগারে।

এক ক্লিকে ওয়ার্ডপ্রেসের সকল টিউন ব্লগারে।



আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আপনাদের দেখাবো কীভাবে ওয়ার্ডপ্রেসের সকল টিউন খুব সহজেই কোন প্রকার ঝামেলা ছাড়াই হুবহু ব্লগারে আনা যায়
১। প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে এডমিন হিসেবে প্রবেশ করুন। চিত্রের মতো উন্ডো পাবেন।
২। এরপর বামপাশের মেনু থেকে tools এ যান। সেখান থেকে export এ যান, তারপর start export এ ক্লিক করুন।
৩। All contents এ টিক রেখে Download Export এ ক্লিক করুন। সাথে সাথে .xml এর একটি ফাইল ডাউনলোড হবে। সেটি সংরক্ষণ করে রাখুন।
৪। এখন এই লিংকটিতে প্রবেশ করুন। ৫ সেকেন্ড পর skip ad করুন। একটি সাইটে অটো প্রবেশ করে যাবেন। সেখান থেকে choose file থেকে আপনার সেই ডাউনলোডকৃত .xml ফাইলটি দেখিয়ে দিন। covert এ ক্লিক করুন। সাথে সাথে আরো একটি .xml ফাইল ডাউনলোড হবে। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল।
৫। এবার আপনার ব্লগারে প্রবেশ করুন। সেখানে setting থেকে other এ যান। সেখান থেকে import। আপনার সর্বশেষ ডাউনলোডকৃত .xml ফাইলটি import করুন। সাথে সাথে পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেসের সকল টিউন ব্লগারে
সবাইকে ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। আশা করি মতামত জানাতে ভুলবেন না।

1 comment