
Bangla Tips
অনলাইন ইনকাম
আপনার ব্লগ সাইট থেকে আয় করুন গুগল অ্যাডসেন্স ছাড়াই !!
প্রথমে এখানে যান তাহলে নিচের মত একটা ফর্ম পাবেন ।
ছবির মত করে ফর্ম পুরন করুন ( IM Network ) এ আপনার যেটায় আইডি আসে সেটা সিলেক্ট করে নিছে আইডি নাম্বার দিন। আমি skype সিলেক্ট করে আইডি দিয়েছিলাম । আইডি না থাকলে করে নিন । আর যদি করা সম্ভব না হয় তাহলে একটা দিলেই হবে এতা কোন সমস্যা না কারন পরে পরিবরতন করা যায়।
তারপর Submit বাটন এ ক্লিক করুন । সব সম্পূর্ণ হলে ৫ ঘণ্টার মধ্যেই আপনার সাইট আপ্প্রুভ হয়ে যাবে।
সাইট অ্যাপ্রুভ হয়ার পর ই-মেইল পাবেন। তারপর
এখানে যান লগিন করুন। তারপর নিচের মত পেজ পাবেন ।
কোড সংগ্রহ করার পর আপনি যদি ব্লগার ব্লগ ব্যবহার কারি হন তাহলে Layout এ যান তারপর Add a new widget থেকে জেকন যায়গায় কোড বসিএ সেভ করুন। ব্যাস কাজ শেষ এখন শুধু অপেক্ষা ।
0 Comments: