এটা একটি ফ্রি সফটওয়্যার, এটার জন্য Connectify এর মত কোন ক্যাক , বা প্যাচ এর দরকার নেই…
কাজ করার সিষ্টেম খুব সহজ।
সাধারন নিয়মে সফটওয়্যার টি Install দিবেন।
দেওয়ার পর এমন একটি উইন্ডো আসবে…
সব ই মার্ক করে দিলাম আশা করি বুঝতে সমস্যা হবে না। আর রিনেইম করার জন্য আগে ডিএক্টিভেট করে নিতে হবে ওয়াইফাই Deactivate Free Wifi বাটন এ ক্লিক করে… পরে আবার এক্টিভেট ও করতে হবে একি নিয়মে… । শুধু এটুকুই আর উপভোগ করুন WIFI-Hotspot.
এক্সটা ফিচারঃ
১. আপনি খুব সহজে আপনার কানক্টেড ডিভাইস গুলোতে আপনার সিলেক্ট করা ভিডিও শেয়ার করতে পারবেন। আর সেখান থেকে ডাউনলোড না করেও সরাসরি প্লে ও করতে পারবেন
২. আপনি কানেক্টেড ডিভাইস গুলো থেকে আপনার ইচ্ছা মত কোন ডিভাইস কে ব্লক করেও রাখতে পারেন, তাহলে আর সেই ডিভাইসে ইন্টারনেট শেয়ার হবে না।
৩. আর সবচেয়ে অসাধারন ফিচার আপনি আপনার ডিভাইস গুলোর মধ্যে শেয়ার করা নেটের স্পিড নির্ধারন করে দিতে পারবেন আপনার ইচ্ছা মত…
নিচের ছবিতে দেখুনঃ
তো ডাউনলোড করে নিন এই অসাধারন WIFI-Hotspot সফটওয়্যার টি…
ডাউনলোড করবেন যেভাবে:
তাহলে বন্ধুরা আজকের মত এই পর্যন্ত
0 Comments: